করিমগঞ্জে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিথিল ১৪৪ ধারা

করিমগঞ্জ (অসম) ১৪ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলায় গত ৮ জানুয়ারি সংঘটিত এক ঘটনার পরিপ্রেক্ষিতে ৯ জানুয়ারি ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের জারিকৃত নিষেধাজ্ঞায় কিছু শিথিল করা হয়েছে। মকর সংক্রান্তি ও বিহু উৎসব উপলক্ষ্যে জারিকৃত ১৪৪ ধারায় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিথিল করেছে জেলা প্রশাসন।

শুক্রবার করিমগঞ্জে জারিকৃত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে জানানো হয়েছিল, করিমগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং মকর সংক্রান্তি ও বিহু উৎসব উপলক্ষ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞায় শিথিল করা হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র করিমগঞ্জ জেলায় বলবৎ করা হয়েছে।