লুধিয়ানা, ১৪ জানুয়ারি (হি.স.): রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিং চৌধুরির। শনিবার সকালে পঞ্জাবের লুধিয়ানার ফিল্লৌরে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে সাংসদকে নিয়ে যাওয়া হয় ফাগওয়ারার ভির্ক হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
কংগ্রেস সাংসদ সান্তোখ সিং চৌধুরির অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, শোকব্যক্ত করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান প্রমুখ। সন্তোখ সিং চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল।

