আহমেদাবাদ, ১৪ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাট সফরে রয়েছেন। এদিন সকালে আহমেদাবাদের শ্রী জগন্নাথ মন্দির দর্শন ও পূজার্চনা করেছেন তিনি। পরে উত্তরায়ন ঘুড়ি মহোৎসবে অংশ নেন। আহমেদাবাদের শ্রী জগন্নাথ মন্দিরে হাতিকে খাবারও খাইয়েছেন তিনি।
আহমেদাবাদের শ্রী জগন্নাথ মন্দির দর্শনের পর নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পূজার্চনা করেছেন তিনি। মন্দিরে অনেকটাই সময় কাটিয়েছেন অমিত শাহ। প্রসঙ্গত, এদিন সকালেই আহমেদাবাদে দারিয়াপুরে ঘুড়ি উৎসবে অংশ নেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

