ডিব্রুগড় (অসম) ১২ জানুয়ারি (হি.স.) : শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডিব্রুগড় জেলার অন্তর্গত মহমরা চা বাগানে উত্তপ্ত পরিস্থিতি। তিন মাসের শিশুমৃত্যুকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছেন বাগানের শ্রমিকরা।
জানা গেছে, ডিব্রুগড় জেলার মরান থানার অন্তর্গত মহমরা চা বাগানের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন অর্জুন প্রজার পত্নী আরতি প্রজা। গতকাল বুধবার বাগানে বনাস প্রদান করা হয়। কিন্তু বনাস গ্রহণ করতে নিজেকে সশরীরে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দেন চা বাগানের ম্যানেজার বিরিঞ্চি ভরালি। তিন মাসের অসুস্থ শিশুকে নিয়ে উপস্থিত হতে না পারায় বনাস গ্রহণ করতে আরতি প্রজার স্বামী অর্জুন প্রজা আসলে তাঁকে কর্তৃপক্ষের তরফ থেকে ফেরত পাঠানো হয়।
শেষে কোলের সন্তানকে নিয়ে পৌষের হাঁড়-কাঁপানো ঠাণ্ডার মধ্যে তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আরতি বাগান কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু তখন বন্ধ হয়ে যায় বাগানের কার্যালয়। এর মধ্যে কার্যালয়ের সামনে অসুস্থ পড়ে শিশুটি। সঙ্গে সঙ্গে বাগানের হাসপাতালে নিয়ে গেলে সেখানে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা না থাকার দরুন নিয়ে যাওয়া হয় ডিমৌ আদৰ্শ চিকিৎসালয়ে। কিন্তু সেখানে ভরতি করে চিকিৎসা শুরু করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আরতি প্রজার তিন মাসের শিশুসন্তান।
আজ বৃহস্পতিবার সকালে ঘটনা চাউর হলে উত্তপ্ত হয়ে ওঠে বাগানের পরিবেশ। চা শ্রমিকরা একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদে নামেন। বাগান কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট চলে। এককালীন ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেন বাগানের শ্রমিকরা।