নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ ত্রিপুরা রাজ্যের অবসরপ্রাপ্ত হোম গার্ডদের পেনশন বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাল ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সংঘ৷ বৃহস্পতিবার ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সংঘের পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ এই সাংবাদিক সম্মেলনে সংঘের সভাপতি রনজিৎ দে জানান ত্রিপুরা রাজ্যের অবসরপ্রাপ্ত হোম গার্ডরা দীর্ঘদিন ধরে প্রতি মাসে ৭৫০ টাকা করে পেনশন পেয়ে আসছে৷ এই টাকা দিয়ে কোনক্রমে তারা দিনযাপন করছে৷ এইটা একটা নজীর বিহীন ঘটনা৷ মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের অবসরপ্রাপ্ত হোম গার্ডদের পেনশন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে দেখা হবে৷ সেই আশ্বাস মোতাবেক পরবর্তী মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের অবসরপ্রাপ্ত হোম গার্ডদের পেনশন ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫০০ টাকা করা হয়েছে৷ তাই এইদিন ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সংঘের পক্ষ থেকে সংঘের সভাপতি রনজিৎ দে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান৷
2023-01-12