বঙাইগাঁও (অসম) ১২ জানুয়ারি (হি.স.) : বঙাইগাঁও জেলার বিদ্যাপুর পুলিশ ফাঁডির অন্তর্গত বিলাসপুর বাজারে একই রাতে ছয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, স্থানীয় ইসপ আলি, জীবন সাহা, কুকিল বর্মণ, হাসু আলি এবং হাসমত আলির ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে চোরের দল হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী।
আজ বৃহস্পতিবার সকালে ঘটনা প্রকাশ্যে আসলে চাঞ্চল্য দেখা দিয়েছে বিলাসপুর এলাকায়। ঘটনায় বিদ্যাপুর পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে। তবে এখনও নিশিকুটুম্বদের কোনও হদিশ পায়নি।