করিমগঞ্জ (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৩৯-তম জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে করিমগঞ্জে। বিগত দু-বছর অতিমারির কাঁটায় জাতীয় যুব দিবস সাড়ম্ভরে পালন করা হয়নি করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে। এবারে কোনও ধরনের বাধ্যবাধকতা না থাকায় হাতে হাতে শঙ্খ, ঘণ্টা, রামকৃষ্ণের বাণী পুস্তক নিয়ে অসংখ্য ভক্তের ভিড় নামে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে।
ঠাণ্ডা উপেক্ষা করে বৃহস্পতিবার সাতসকালে শয়ে শয়ে ভক্ত দর্শনাথী ভিড় জমান করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে। বিবেকানন্দের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে স্কুল-কলেজের প্রায় হাজার ছাত্রছাত্রী সহ জেলা বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ বিশিষ্টজনেরা আশ্রম প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় স্বামী বিবেকানন্দের বাণী সংবলিত পোস্টার, ফ্লেক্স ও ব্যানার নিয়ে যুবক-যুবতী, ছাত্রছাত্রীরা শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে।
করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দাজি মহারাজ বলেন, যুবসমাজকে আরও শক্তিশালী ও আদর্শবান করে তুলতে স্বামী বিবেকানন্দ যে পথ দেখিয়েছিলেন আজকের দিনেও তা সমান ভাবে প্রযোজ্য। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের তাই স্বামীজির আদর্শে দেশের কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে, বলেন স্বামীজি।
বিবেকানন্দ বিএড কলেজ, করিমগঞ্জ স্বরস্বতী বিদ্যানিকেতন, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়, প্রমোদ রঞ্জন চৌধুরী শিশু নিকেতন, করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কর্নমধু সরস্বতী বিদ্যা নিকেতন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আজকের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে।