করিমগঞ্জ মহর্ষি বিদ্যামন্দিরে পালিত ‘জ্ঞানযুগ দিবস

করিমগঞ্জ (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : যথাযোগ্য মর্যাদায় করিমগঞ্জ মহর্ষি বিদ্যামন্দিরে পালিত হলো ‘জ্ঞানযুগ দিবস’। নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় গুরুপূজন ও ভাবাতীত ধ্যানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করেন প্রধান অতিথি প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ। সম্মানিত অতিথি হিসাবে ডা. নির্মল কুমার সরকার, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়।

গণেশ বন্দনা শেষে বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীদের পরিবেশিত বৈদিক মঙ্গলাচরণ ও শান্তি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। একে একে সমবেত সঙ্গীত, নৃত্য, তবলা বাদন, আবৃত্তি, গিটার বাদন ইত্যাদি নানা স্বাদের অনুষ্ঠান বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের সমাপ্তি ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা পরিবেশনের মাধ্যমে।

অধ্যক্ষ দিবাকর দাসের স্বাগত ভাষণের পর প্রধান অতিথি মিহির দেবনাথ তাঁর বক্তব্য পেশ করতে গিয়ে বিদ্যালয়ের উন্নতির কথা তুলে ধরেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের রাজনৈতিক অস্থিরতা সহ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতি, মহাভারতের যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

অরূপ রায় বলেন, শিক্ষা, সংস্কার, সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে মহর্ষি বিদ্যামন্দির যে উন্নতি সাধন করেছে তা উল্লেখযোগ্য। জেলায় এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক সুনাম অর্জন করেছে, আগামীতে সেই সুনাম থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্মানিত অতিথি ডা. নির্মল কুমার সরকার শিক্ষার বিকাশ ও তার সাধনের বিভিন্ন পন্থাগুলোর বিষয়ে আলোকপাত করেন। তিনি সীমান্ত জেলা থেকে রাজ্য দেশ ও বিশ্বের বিভিন্ন ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার নতুন কৌশলে বিশেষ অবদানের জন্য তিনজন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে অনুষ্ঠানের সূচনা পর্বে অতিথিদের চন্দন উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং তাঁদের হাতে স্মারক ও পুস্তক উপহার তুলে দেওয়া হয় বিদ্যামন্দিরের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *