নগাঁও (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : ভাড়াটের ধাড়ালো দায়ের কোপে রক্তাক্ত হয়েছেন গৃহিণী বাড়ি-মালিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে নগাঁও জেলার খুটিকাটি গ্রামে। আহত গৃহিণীর নাম শেওয়ালি কলিতা।
অভিযোগ উঠেছে তিলক কলিতা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় পুলিশ তদন্তে নামলেও এই খবর লেখা পর্যন্ত খোলা আকাশের নীচে ঘুরে বেড়াচ্ছে হামলাকারী তিলক কলিতা।
জানা গেছে, নগাঁও জেলার খুটিকাটি গ্রামের শেওয়ালি কলিতার বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করতেন নলবাড়ি জেলার তিলক ডেকা। বিগত কিছু দিন আগে তিলক কলিতার বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ ওঠে।
গতকাল দিনের দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও রাতে শেওয়ালি কলিতা ঘরে একা থাকার সুযোগ নিয়ে তাঁর ওপর হামলা চালায় তিলক কলিতা। মাথায় ও হাতে ছুরি দিয়ে কুপিয়ে অচেতন অবস্থায় ঘরের মধ্যে ফেলে রেখে বাইরে তালা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
কিছু সময় পর প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে নগাঁওয়ে ভোগননী ফুকননী সিভিল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।