ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।।
জনক রিয়াং-এর অলরাউন্ড পারফরম্যান্স। জনকের হাত ধরেই মহকুমার সেরা হলো কসমোপলিটন ক্লাব। বুধবার সিনিয়র টি-২০ ক্রিকেটেকর ফাইনালে কসমোপলিটন ক্লাব ৬ উইকেটে পরাজিত করে চুং কাও থাংগাকে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে চুং কাও থাংগার রানের জবাব দিতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন জনক রিয়াং। শেষ পর্যন্ত ৮৩ রানে অপরাজিত থেকে কসমোপলিটন ক্লাবকে মহকুমার সেরা করে জনক। এছাড়া বল হাতেও বিপক্ষের ৩ উইকেট নিয়েছেন ওই আলরাউন্ডারটি। বৃহস্পতিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে চুং কাও থাংগা দল নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। ওপেনার ক্লিন্টন রিয়াং এর ঝড়ো ব্যাটিং দলকে বড় স্কোর গড়াতে সাহায্য করে। ক্লিন্টন ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করেন। এছাড়া দলের পক্ষে মিঠুন সরকার ১৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ (অপ:), চিরঞ্জীৎ দাস ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, সান্তু মজুমদার ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং মতেন্দ্র রিয়াং ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। কসমোপলিটন ক্লাঊবের পক্ষে অনুরাগ দেবনাথ (৩/১২) এবং জনক রিয়াং (৩/২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ইবধ্বংসী মেজাজে ছিলেন জনক। শেষ পর্যন্ত ২৩ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় কসমোপলিটন। দলের পক্ষে ওপেনার জনক ৫২ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে রাজদ্বীপ দত্ত ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং রাহুল হুসেন ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। চুং কাও থাংগা-র পক্ষে হেবাল রিয়াং (৩/২২) সফল বোলার।

