ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।।
রাজ্য টেনিস প্রতিযোগিতা শুরু আগামীকাল থেকে। ২৬ তম ভূপেন দত্ত ভৌমিক স্মৃতি ওই আসর চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। মালঞ্চ নিবাস স্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে খেলা।
পুরুষ ও মহিলা সিঙ্গেলস এবং ডাবলস দুই বিভাগেই খেলা গুলি অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টে অংশ গ্রহণকারী খেলোয়াড়দেরকে অনুরোধ করা হচ্ছে আগামীকাল সকাল ৭.৩০ টায় আসরের চিফ রেফারী অরূপ রতন সাহার নিকট রিপোর্ট করার জন্য।
সকাল ৮ টা থেকে প্রথম রাউন্ডের খেলা গুলি শুরু হবে এবং তারপর তিনদিন ব্যাপী যথারীতি অন্যান্য রাউন্ডের খেলা গুলি চলবে। রাজ্য সংস্থার সচিব সুজিত রায় এখবর জানিয়েছেন।

