ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন ত্রিপুরা দল। সুরাটে রঞ্জি ট্রফির খেলায় রেলওয়েজের বিরুদ্ধে ত্রিপুরা দল এখন ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে লড়ছে। এর জন্য ত্রিপুরা দলের আরও ১৭১ রান প্রয়োজন। হাতে উইকেট রয়েছে নয়টি। বল হাতে রেলওয়েজের কর্ণ শর্মা, অমিত কুইলা, আকাশ পান্ডেরা কখন কি করে বসে তা নিয়েই ভাবনা। রঞ্জি ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে ত্রিপুরা দল অনেকটা পিছিয়ে পড়েছে। প্রথম ইনিংসে ত্রিপুরা দল মাত্র ৯৬ রানে গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। এটাই ত্রিপুরা দলকে সমস্যাই ফেলে দিয়েছে। জবাবে রেলওয়েজ তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৩৩৭ রানে। দলের পক্ষে ওপেনার শিভম চৌধুরীর ৭০ রান, প্রথম সিং এর ৭৯ রান এবং যুবরাজের ৭৪ রান ও আকাশ পাণ্ডের অপরাজিত ৫৭ রান উল্লেখযোগ্য। রাজ্য দলের দীপক ক্ষৈত্রী সার্টিফিকেট পেয়েছে ৪৬ রানের বিনিময়ে। এছাড়া রানা দত্ত ও পারভেজ সুলতান দুটি করে উইকেট পেয়েছে। একটি করে উইকেট পেয়েছে রজত দে ও শ্রীদাম পাল। তবে বল হাতে মনি শংকর মুরা সিং রেলওয়েজের বিরুদ্ধে তেমন করিসমা দেখাতে পারেনি। ২৩ ওভার বল করে ৭৩ রান দিলেও মনির দখলে কোনও উইকেট আসেনি। ২৪১ রানি পিছিয়ে থেকে ত্রিপুরা দল দ্বিতীয় ইনিংসের খেলার শুরু করে আজ দ্বিতীয় দিনে ১৪ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। ইতিমধ্যে এক উইকেট হারিয়ে ত্রিপুরা ৭০ রান সংগ্রহ করে। ওপেনার বিশাল ঘোষ ৪২ রানে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসে। বিক্রম কুমার দাস ২৫ রানে ও পারভেজ সুলতান এক রানে উইকেটে রয়েছে। সংক্ষিপ্ত স্কোর: ত্রিপুরা প্রথম ইনিংসে ৯৬ রান, দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৭০ রান। রেলওয়েজ প্রথম ইনিংসে ৩৩৭ রান।
2023-01-11