প্রয়াত অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের মুখ্য উপদেষ্টা প্রফুল্ল হাপিলা

হাফলং (অসম), ১১ জানুয়ারি (হি.স.) : অকালে চলে গেলেন অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের মুখ্য উপদেষ্টা তথা অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফুল্ল হাপিলা। আজ বুধবার সকালে লংকার লংহাই গ্রামে প্রয়াত হয়েছেন এই ছাত্র নেতা।

গত প্রায় সাত মাস থেকে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের মুখ্য উপদেষ্টা প্রফুল্ল হাপিলা দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত ছিলেন বলে তাঁর পারিবারিক সূত্রের খবর। অবশেষে আজ সকালে তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, পুত্র, কন্যা ও অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব।

প্রফুল্ল হাপিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন হালালি প্রগ্রেসিভ ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষ থেকে দিলীপ নুনিসা ও অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি উত্তম লাংথাসা, বাঙালি কল্যাণ মঞ্চের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী প্রমুখ বহুজন।

উল্লেখ্য, প্রফুল্ল হাপিলা শুধু একজন ছাত্র নেতাই ছিলেন না, তিনি ডিমাসা জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতির উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাওয়ার পাশাপাশি ডিমারাজি রাজ্য গঠনের ইস্যুতে বহু কাজ করে গেছেন। প্রফুল্ল হাপিলার অকালমৃত্যুতে রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।