জনগণের অবদান থাকলেই আইন আরও শক্তিশালী ও কার্যকর হবে : ওম বিড়লা

জয়পুর, ১১ জানুয়ারি (হি.স.): জনগণের যথেষ্ট অবদান থাকলেই আইন আরও শক্তিশালী ও কার্যকর হবে। বললেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বুধবার উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজস্থানের জয়পুরে দু”দিনের সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের ৮৩ তম সম্মেলনের উদ্বোধন করেছেন। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেছেন, জনগণের যথেষ্ট অবদান থাকলে আইন আরও শক্তিশালী ও কার্যকর হবে। সংসদে বাকবিতণ্ডার জন্য আলোচনার সময় কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজস্থান বিধানসভার স্পিকার এবং বিরোধী দলের নেতা গুলাব চাঁদ কাটারিয়াও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আগামীকাল (১২ জানুয়ারি) সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র।