জলপাইগুড়ি, ১০ জানুয়ারি (হি.স.) : চাকরি দেওয়ার নামে ১৭ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার এক শিক্ষক। তাঁর নাম সন্তোষ বর্মন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে তাঁকে তোলা হয়। বিচারক ধৃত শিক্ষককে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত আমবাড়ি ফাঁড়ির পুলিশ আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক সন্তোষ বর্মনকে সোমবার রাতে গ্রেফতার করে।
এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বাপ্পা মালাকার নামে এক চাকরি প্রার্থীকে উচ্চ প্রাথমিকে চাকরি পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। নানান ছুতোনাতায় বাপ্পার কাছ থেকে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন সন্তোষ বর্মন। কিন্তু, চাকরি করে দিতে পারেননি। অবশেষে বাপ্পা সেই টাকা ফেরত চাওয়ায় তাঁকেও ঘোরাচ্ছিলেন সন্তোষ। বারংবার তাঁর কাছে টাকা চাওয়া হলেও অভিযুক্ত শিক্ষক টাকা ফেরত দেননি।