আগরতলা, ৯ জানুয়ারি(হি. স.) : জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি সবসময় নতুন শ্লোগান এনে জনজাতি ভোটারদের ভাবাবেগ নিয়ে খেলা করে থাকে। আজ করমছড়ায় তিপরাল্যান্ড ইস্যুতে আইপিএফটি এবং গ্রেটার তিপরাল্যান্ড ইস্যুতে তিপরা মথা-কে এভাবেই নিশানা করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তাঁর কথায়, পাহাড়ের নিরীহ মানুষ ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হচ্ছেন। কিন্তু, কংগ্রেস মানুষের মূল সমস্যা নিয়ে ভাবছে এবং ওই সমস্যা সমাধানে রাজনীতি করছে।
সম্প্রতি তিপরা মথা চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ কংগ্রেস এবং সিপিএমের সাথে দূরত্ব রেখে বিজেপির বন্ধু আইপিএফটির উদ্দেশ্যে জোটের বার্তা দিয়েছেন। সম্ভবত তাতেই বেজায় চটেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন তিনি বলেন, ত্রিপুরায় টিইউজেএস, আইএনপিটি, এনএসপিটি সহ আর অনেক আঞ্চলিক দলের রাজনীতির তিক্ত অভিজ্ঞতা রয়েছে মানুষের। তাঁরা প্রত্যেক সময় নতুন শ্লোগান নিয়ে হাজির হন এবং জনজাতি ভোটারদের ভাবাবেগ নিয়ে খেলা করেন। কিন্তু, কংগ্রেস সম্পূর্ণ আলাদা উপায়ে মানুষের দাঁড়াতে চাইছে। মানুষের মূল সমস্যা সমাধানে রাজনীতি করতে চাইছে। প্রসঙ্গত, করমছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন দিবা চন্দ্র রাঙ্খল। তিনি সম্প্রতি বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য মৌলিক সুবিধার ঘাটতি নিয়ে সুর ছড়িয়ে সুদীপ বাবু বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্বেও গিরিবাসীরা মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। পানীয় জলের সংকট তীব্র রূপ নিয়েছে এবং স্বাস্থ্য পরিষেবা উপলব্ধ নয় এরাজ্যে। শুধু তাই নয়, স্কুল, কলেজ অলীক স্বপ্ন বলেই মনে হচ্ছে। অথচ, কারোর ওই সমস্ত নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন বোধ হয় না।এদিন সুদীপ আইপিএফটি-কে নিশানা করে বলেন, তিপরাল্যান্ডের শ্লোগান দিয়ে ক্ষমতায় এসে বিজেপির জোট শরিক ওই দল প্রতিশ্রুতি ভুলে গেছে। এখন নতুন নাম জুড়ে দিয়ে তিপরা মথা গ্রেটার তিপরাল্যান্ডের শ্লোগান দিয়ে মাঠে নেমেছে। তাঁর প্রশ্ন, বাস্তবে গ্রেটার তিপরাল্যান্ড মানুষের কিভাবে উপকারে আসবে তার ব্যাখ্যা এখনো মিলেনি। ওই শ্লোগানে গিরিবাসীদের অবস্থার উন্নতি হবে না, তা নিশ্চিত, কটাক্ষ করা বলেন সুদীপ রায় বর্মণ।