গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটি এসে পৌঁছলে টিম ইন্ডিয়ার আরও তিন তারকা বিরাট কোহলি, শ্ৰেয়াস আয়ার এবং কেএল রাহুল। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের সোজা নিয়ে যাওয়া হয় হোটেল রেডিসন ব্লু-তে।
আজ দুপুরের দিকে এসেছেন কুলদীপ যাদব, মহম্মদ শাম্মি এবং মহম্মদ সিরাজ। বিকেলে তাঁরা সবাই বৰ্ষাপাড়া স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করেছেন।
গতকাল রাতেই রোহিত শৰ্মা গুয়াহাটি এসেছেন। আজ সকালে ১০ জানুয়ারি ভারত–শ্ৰীলঙ্কার ৫০ অভারের একদিবসীয় আন্তর্জাতিক ক্ৰিকেট ম্যাচের জন্য নির্ধারিত বর্ষাপাড়া মাঠের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। মাঠে গিয়ে আসাম ক্রিকেট সংস্থার পদাধিকারীদের সঙ্গে নিয়ে গোটা মাঠ ঘুরেছেন তিনি।