চালসা, ৮ জানুয়ারি (হি.স.) : রবিবার সাতসকালে চালসায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে ঠাঁয় দাঁড়িয়ে গজরাজ। হাতিকেকে দেখতে পথচলতি মানুষদের ভিড় উপচে পড়ল। যদিও কিছুক্ষণ পর সেটি চাপরামারি জঙ্গলে ঢুকে যায়।
এদিন সকালে একটি হাতি চালসা নাগড়াকাটা মুখী ৩১ নম্বর জাতীয় সড়কের মূর্তি সেতু পাশে ও মূর্তি রেল সেতুর লাগোয়া এলাকায় একটি ঝোপের মধ্যে দাঁড়িয়ে ছিল হাতিটি। সড়কের মূর্তি সেতু থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল হাতিটিকে। এদিন হাতিটিকে দেখতে পেয়ে অনেকেই ক্যামেরা বন্দি করে। যে এলাকায় হাতিটি দাঁড়িয়ে ছিল তার ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে চাপরামারি ও পানঝোরা জঙ্গল। ওই জঙ্গল থেকেই হাতিটি ওই এলাকায় আসতে পারে বলে অনেকের ধারনা। দুপুরের দিকে হাতিটি মূর্তি সেতু পেরিয়ে চাপরামারি জঙ্গলে ঢুকিয়ে দেয়।