হায়দরাবাদ, ৭ জানুয়ারি (হি. স.) : হায়দরাবাদে অ্যাকশন সিরিজের শ্যুটিংয়ে আহত রোহিত শেট্টি । নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শ্যুটিংয়ে চোট পেলেন পরিচালক। শনিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শ্যুটিং চলছিল সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এই সিরিজের। সেখানেই চোট পেলে তড়িঘড়ি কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘সিংহম’ পরিচালককে।
হাসপাতাল সূত্রে খবর, হাতে চোট লাগে রোহিতের, চিকিৎসকরা সঙ্গে সঙ্গে একটি অস্ত্রোপচার করেন বলে জানা গিয়েছে। ছোট্ট অপারেশন শেষে বেশ কয়েকঘন্টা পরিচালককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, পরবর্তীতে ছাড়া পান রোহিত। গাড়ির রেষারেষির একটি দৃশ্যের শ্যুটিং চলছিল। সেইসময়ই আহত হন রোহিত শেট্টি। রামোজি ফিল্ম সিটিতে এই সিরিজের শ্যুটিং-এর জন্য সুবিশাল সেট গড়ে তোলা হয়েছে। রোহিত শেট্টির ছবির অ্যাকশন সিকুয়েন্সের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। রোহিত শেট্টির ফিল্ম মানেই সেখানে গাড়ি ওড়ার দৃশ্য তো থাকবেই! আর সেই চক্করেই চোট পান পরিচালক।