নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ শনিবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে ত্রিপুরা বাঁচাও পদযাত্রা সংগঠিত করল কংগ্রেস৷ মিছিলের অগ্রভাগে আশীষ কুমার সাহা সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ৷ আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ত্রিপুরা বাঁচাও যাত্রার মাধ্যমে রাজ্যে বিজেপি শাসিত অগনতান্ত্রিক, অনৈতিক এবং অসংবিধানিক কাজকর্মের বিরুদ্ধে জনগণকে সতর্ক করতে আগামীদিনে পরিবর্তন নিশ্চিত করতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে৷ কংগ্রেসের পক্ষ থেকে এদিন এই ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও পদযাত্রাকে পরিবর্তন যাত্রা বলে আখ্যায়িত করা হয়েছে৷ এর পরিবর্তন যাত্রা ত্রিপুরার বেকারদের কর্মসংস্থান, কর্মচারী কোলের বঞ্চনা দূরীকরণের জন্য এই পদযাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান প্রাক্তন বিধায়ক৷
2023-01-07

