উমাকান্ত একাডেমিতে শুরু বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক প্রদর্শণী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ রাজ্য শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের উদ্যোগে শনিবার রাজধানীর উমাকান্ত একাডেমী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী৷ ৪৯ তম রাজ্যভিত্তিক বিজ্ঞান , গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ৷ উপস্থিত ছিলেন টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান অরুণ উদয় সাহা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা৷ ৮ই জানুয়ারি পর্যন্ত চলবে এই বিজ্ঞান, গনিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী৷ মন্ত্রী রতন লাল নাথ বলেন এখন রাজ্যের মানুষ এনসিইআরটি দপ্তর সম্পর্কে জানেন৷ জ্ঞান নিয়ে এখন প্রতিযোগিতা চলছে৷ যে দেশ সবচেয়ে বেশি জ্ঞান আহরণ করবে তারাই আগামীদিনে বিশ্বের কর্তৃত্ব করবে৷ উদ্বোধনী পর্ব শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন মডেল ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা৷