মুঙ্গিয়াকামীতে গভীর খাদে পড়ল বুলেরো গাড়ি, গুরুতর আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ গভীর খাদে পড়ে দুর্ঘটনাগ্রস্ত একটি বোলেরো গাড়ি৷ ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন কাকরাছড়া এলাকায় শুক্রবার রাতে৷ জানা যায় শুক্রবার রাতে টিআর-০১বি-০৫৮৭ নাম্বারের বোলেরো গাড়ি নিয়ে গন্ডাছড়া থেকে নোনাছড়া ভায়া খোয়াই যাচ্ছিল তিন জন৷ কাকড়াছড়া এলাকায় রাস্তা খারাপ হওয়ার দরুন নিয়ন্ত্রণ হারিয়ে গভির খাদে পরে যায় গাড়িটি৷ এলাকাবাসীরা খবর পৌছায় তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা৷ খবর পেয়ে ছুটে আসে মুঙ্গিয়াকামি থানার পুলিশ৷ দীর্ঘ চেষ্টার পর গভীর খাদ থেকে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে প্রেবণ করে দেন৷ জানা যায় আহত তিন জনের নাম চয়ন দাস, হরেকৃষ্ণ  ভৌমিক এবং আশোক দে৷ তাদের তিনজনেরই বাড়ি খোয়াই এলাকায়৷