রাঁচি, ৪ জানুয়ারি (হি.স.) : আগামী ৬ জানুয়ারি ঝাড়খণ্ড সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফের একটি বিশেষ বিমানে সন্ধ্যা ৬টায় তিনি বিরসা মুন্ডা বিমানবন্দরে পৌঁছাবেন এবং সরাসরি হোটেল রেডিয়েন্সের উদ্দেশ্যে রওনা দেবেন। এখানে তার রাতের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
অমিত শাহ ৭ জানুয়ারি সকাল ১০ টার দিকে বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে চাইবাসার উদ্দেশ্যে রওনা হবেন। চাইবাসা পৌঁছানোর পর তিনি টাটা কলেজ গ্রাউন্ডে পৌনে এগারোটা থেকে প্রায় সাড়ে ১২টা পর্যন্ত আয়োজিত দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অমিত শাহ কোর কমিটির বৈঠক করতে চলেছেন। তাঁর এই সফরকে বিজেপির মিশন ২০২৪-এর প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে।
কোর কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও জনসভায় ভাষণ দেবেন। উভয় অনুষ্ঠানের পর টাটা কলেজ গ্রাউন্ডেই তাদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। এর পরে তিনি সরাসরি রাঁচি বিমানবন্দরে ফিরে আসবেন এবং সেখান থেকে ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা হবেন।