ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। ছোটদের ক্রিকেটে জয় অব্যাহত রেখে এগুচ্ছে এডি নগর প্লে সেন্টারও। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় এডি নগর প্লে সেন্টার ৬ উইকেটের ব্যবধানে জুটমিল প্লে সেন্টারকে হারিয়ে টানা জয় পেয়েছে। খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে জুটমিল প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩১ ওভার খেলে ৫৮ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। দলের পক্ষে তন্ময় ভৌমিক সর্বাধিক ২৩ রান উল্লেখ করার মতো। এডি নগরের বোলার স্নেহাল দত্ত ১৬ রানে তিনটি এবং তুহিন দেবনাথ ও তীর্থ চক্রবর্তী দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এডি নগর প্লে সেন্টার ১২ ওভার ৪ বল খেলে ৪ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। স্নেহাল দত্ত অপরাজিত থেকে ২১ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া দেবজিৎ সরকার পেয়েছে ১১ রান। জুটমিল প্লে সেন্টারে তন্ময় শীল ও গৌরব মজুমদার দুটি করে উইকেট পেয়েছিল।