রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে জয় দিয়ে নতুন বছর শুরু করল ভারত

মুম্বই, ৪ জানুয়ারি (হি.স.): মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৩ সালের প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। এভাবেই জয় দিয়ে নতুন বছর শুরু করল ভারতীয় দল। টি-২০ দলের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টিম ইন্ডিয়া রোমাঞ্চকর ম্যাচে প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে দুই রানে হারাল।

ভারতের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। তিন নম্বরে ব্যাট করতে আসা ওপেনার পথুম নিসাঙ্কা তাড়াতাড়ি আউট হন আট রানে। তৃতীয় উইকেটে চারিথ আসালাঙ্কা (১২ রান) এবং কুশল মেন্ডিসের (২৮ রান) মধ্যে ২৩ রানের জুটি ছিল। এক সময় দলের স্কোর ছিল ৫ উইকেটে ৬৮ রান। এরপর দাসুন শানাকা ও হাসরাঙ্গা ৪০ রানের জুটি গড়ে দলের স্কোর ১০০ ছাড়িয়ে যান। ২১ রান করে আউট হন হাসরাঙ্গা। এর পর শানাকা কিছু ভালো শট করে দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসেন কিন্তু ব্যক্তিগত ৪৫ রানে উমরান মালিকের শিকার হন তিনি। শেষ পর্যন্ত চমিকা করুনারত্নে (১৬ বলে ২৩ রান) দুর্দান্ত এক ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফাস্ট বোলার শিবম মাভি নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পান উমরান মালিক ও হর্ষাল প্যাটেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *