নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং দিল্লির আম আদমি পার্টি (আপ) সরকার মহিলাদের সুরক্ষার বিষয়ে চিন্তিত নয় বলে অভিযোগ করে দিল্লির নির্যাতিতা মেয়েটিকে অবিলম্বে ন্যায়বিচার দেওয়ার জন্য দাবি করেছে কংগ্রেস।
কংগ্রেসের মুখপাত্র অলকা লাম্বা বুধবার দলের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দিল্লিতে মহিলাদের উপর অপরাধের ঘটনা ঘটছে, কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র এবং আপ নেতৃত্বাধীন দিল্লি সরকার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তা প্রমাণিত হচ্ছে। .
তিনি আরও বলেন, দিল্লিতে প্রায় প্রতিদিনই মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। গুজরাট ও তামিলনাড়ু ক্যাডারের যে পুলিশ অফিসারদের জাতীয় রাজধানী সম্পর্কে কোনও জ্ঞান নেই তাদের দিল্লি পুলিশের প্রধান করা হচ্ছে। ১২ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া মেয়েটিকে তিন মাসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে।