মাথাভাঙা, ১ জানুয়ারি (হি.স.): পুরনো বছরের কলঙ্কের ধারা জারি রইল নতুন বছরের প্রথম দিনেও। বছরের শুরুতেই রাজ্যে ফের বোমা ফেটে মারাত্মক জখম হল এক শিশু। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে ঝলসে যায় ৯ বছরের শিশু। তড়িঘড়ি আহত নাবালককে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
মাথাভাঙার কেদারহাট এলাকায় এক কালভার্টের নীচে বোমা মজুত ছিল বলে স্থানীয়দের দাবি। রবিবার সকালে সেখানেই খেলছিল এলাকার এক নাবালক। কালভার্টের নীচে বল পড়ে আছে ভেবে সেটা বের করে আনতে যায়। সেই সময়ই ওই বোমা ফেটে যায়। বোমার আঘাতে ছিটকে পড়ে ৯ বছরের শিশুটি। জানা গেছে, ওই কেদারহাটের আলু খেতে চাষের কাজ করে ওই শিশুটির পরিবার। বাবা-মায়ের সঙ্গে চাষের জমিতে গিয়েছিল সে। সেইসময়ই এই দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত বছরও একই ঘটনা বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হন আরও এক কিশোর। এর আগে কুলপিতে বোমা ফেটে জখম হয় তিন শিশু। মিনাখাঁয় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরীর। বর্ধমানেও বোমা ফেটে মৃত্যু এক শিশুর মৃত্যু হয় দিন তিনেক আগেই। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে রাজ্যের যত্রতত্র মিলছে বোমা। দুর্ঘটনাও ঘটে চলেছে একের পর এক।

