হাইলাকান্দি (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন সেনা কর্মীদের ছেলেমেয়েদের হায়ার স্টাডি এবং জেনারেল স্টাডির জন্য ২০২২-২৩ অর্থবছরে স্কলারশিপের দরখাস্ত দাখিল করার সময় বাড়ানো হয়েছে।
হাইলাকান্দি জেলার সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃত্তির জন্য দরখাস্ত দাখিল করা যাবে। বিশদ বিবরণ হাইলাকান্দির জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে বলে জাননো হয়েছে।