বুদ্ধগয়া, ২৯ ডিসেম্বর (হি.স.): তিব্বতী ধর্মগুরু দালাই লামার ওপর গুপ্তচরবৃত্তির সন্দেহে বিহারের গয়াতে এক চিনা মহিলাকে খুঁজছে নিরাপত্তা সংস্থা, সেই চিনা মহিলার ছবি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। বিগত কিছু দিন ধরে দালাই লামা বিহারের বুদ্ধগয়ায় রয়েছেন। অংশ নিচ্ছেন বেশ কিছু কর্মসূচিতে।
গয়ার এসএসপি জানিয়েছেন, খবর পাওয়া গিয়েছে একজন চিনা মহিলা গয়াতে বসবাস করছেন। আমরা গত ২ বছর ধরে ইনপুট পাচ্ছিলাম। তল্লাশি চলছে। বর্তমানে চিনা মহিলার সন্ধান পাওয়া যাচ্ছে না, যে কারণে অনেক সন্দেহজনক পয়েন্ট উত্থাপিত হচ্ছে। ওই মহিলার চিনা গুপ্তচর হওয়ার সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না।

