রঞ্জি ট্রফিতে দ্বিতীয় জয়, নাগাল্যান্ডকে ইনিংস ও ১৬১ রানে হারাল বাংলা

দিমাপুর, ২৯ ডিসেম্বর (হি. স.) : নাগাল্যান্ডকে রঞ্জি ট্রফিতে দ্বিতীয় জয় তুলে নিল বাংলা। বৃহস্পতিবার দিমাপুরে সোভিমায় নাগাল্যান্ড ক্রিকেট স্টেডিয়ামে নাগাল্যান্ডকে এক ইনিংস সহ ১৬১ রানে পরাজিত করল বাংলা। এই নিয়ে রঞ্জি ট্রফিতে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল লক্ষ্ণীরতন শুক্ল’র প্রশিক্ষণাধীন বাংলা। মনোজ তিওয়ারির নেতৃত্বে বাংলা পুরো ম্যাচেই দাপটের সঙ্গে পারফর্ম করে। বোনাস পয়েন্ট পেয়ে গেল তারা। বাংলার পরের ম্যাচ দেহরাদুনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে।

এই ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন নাগাল্যান্ডের অধিনায়ক হোকাইতো ঝিমোমি। তবে, প্রথমে ব্যাটিং-এর সুবিধা নিতে পারেনি নাগাল্যান্ড। বাংলার বোলারদের দাপটে মাত্র ১৬৬ রানে গুটিয়ে যায় নাগাল্যান্ডের ইনিংস। একমাত্র উইকেটরক্ষক চেতন বিস্ত ছাড়া নাগাল্যান্ডের কেউই রান পাননি। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফেরেন এক অঙ্কের রানে। দুই ওপেনার যুগন্ধর সিং এবং জোসুয়া ওজুকুম করেন যথাক্রমে ২ রান এবং ৮ রান। তৃতীয় নম্বরে ব্যাটিং করতে আসা শ্রীকান্ত মুন্ধে করেন ০ রান। উইকেটরক্ষক চেতন বিস্তের ব্যাট থেকে আসে ৬৪ রান। এ ছাড়া রংসেন জোনাথন এবং ইমলিওয়াটি লেমতুর উভয়ই করেন ২৫ রান। নাগাল্যান্ডের ইনিংস ভেঙে দেওয়ার কাজটি করেন প্রদীপ্ত প্রামানিক। ২৪ বছর বয়সী বাংলার বামহাতি স্পিনার নেন ৬টি উইকেট। একটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং শাহবাজ আহমেদ। দু’টি উইকেট রান আউটের মাধ্যমে পায় বাংলা।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটিংয়ের দাপট ছিল নজরে পড়ার মতো। ওপেনার অভিমন্যু ঈশ্বরন করেন ১৭০ রান। তিন নম্বরে ব্যাটিং করতে আসা সুদীপ ঘরামি করেন ১০৪ রান। অধিনায়ক মনোজ তিওয়ারি ৫১ রানে অপরাজিত থাকেন, বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। নাগাল্যান্ডের দুইটি করে উইকেট পান চোপিসি হোপোংকিউ এবং রংসেন জোনাথন। চার উইকেটে ৪৫০ ৪ রানে ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা করে বাংলা।

নাগাল্যান্ডের সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল ম্যাচের তৃতীয় ইনিংসে। কিন্তু যেখানে পিচ আঁকড়ে পরে থাকার কথা সেই ইনিংসে দাঁড়াতেই পারলেন না নাগাল্যান্ডের ব্যাটসম্যানরা। দুই ওপেনার যুগন্ধর সিং এবং জোসুয়া ওজুকুম করেন যথাক্রমে ১৯ রান এবং ২৬ রান। শ্রীকান্ত মুন্ধে করেন ২৮ রান। প্রথম ইনিংসে ৬৮ রান করা চেতন বিস্ত আউট হন ৪ রান। নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংস ভাঙার দায়িত্ব নেন করণ লাল। ২২ বছর বয়সী এই পার্ট টাইম বোলার ৫টি উইকেট নেন। প্রদীপ্ত প্রামানিক পান ২ উইকেট। তিনটি উইকেট শিকার করেন শাহবাজ আহমেদ। মাত্র ১২৩ রানে শেষ হয়ে যায় নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট অর্জন করা প্রদীপ্ত প্রামানিক নেন আটটি উইকেট।

বাংলার পরের ম্যাচ শুরু ৩ জানুয়ারি থেকে। দেহরাদুনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেই ম্যাচে বাংলা পাবে না মুকেশ কুমারকে। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ়ের দলে রয়েছেন।