করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারি রুখতে পুলিশের গুলি

করিমগঞ্জ (অসম), ২৮ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চোরাকারবারিদের রুখতে আসাম পুলিশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে। সীমান্ত জেলা করিমগঞ্জের নিলামবাজার থানাধীন আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে বালিয়াবস্তিতে বুধবার ভোররাতে সংঘটিত হয়েছে ঘটনাটি।

সীমান্ত এলাকায় গরু চুরির ঘটনা বাড়তে চলেছে। অভিযোগ ছিল, বাংলাদেশের দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারের সুযোগে কাঁটাতারের বে়ড়া টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারে বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায়।

বুধবার ভোররাতের ঘটানও তেমনই ছিল। বাংলাদেশের চার দুষ্কৃতকারী গরু চুরির উদ্দেশ্যে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে, এই খবর পুলিশের কাছে আসলে তৎপর হয়ে ওঠে করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গভীর রাতে সীমান্তে দলবল নিয়ে অভিযানে নামেন করিমগঞ্জের ডিএসপি সদর গীতার্থ দেবশর্মা।
গভীর রাতে বাংলাদেশী দুষ্কৃতকারীরা যখন ভারতের সীমান্তগ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন পুলিশ তাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তারা উল্টো দৌড়ে পালাতে শুরু করে। পুলিশ সে সময় গরু চোরদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে গোলাগুলিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গভীর রাতে ঘন জঙ্গলে বাংলাদেশি দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তবে অভিযানকারী পুলিশের দল তালাশি চালিয়ে দুটি গরু, ধারালো ছুরি এবং একটি বাংলাদেশি জুতা উদ্ধার করেছে।

আজ বুধবার ডিএসপি গীতার্থ দেবশর্মা ঘটনা সম্পর্কে বলেন, বেশ কয়েক দিন ধরে ভারত-বাংলা সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে গৃহপালিত গরু, মহিষ সহ বিভিন্ন বহুমূল্যের সামগ্রী চুরি এবং ডাকাতি করে নিয়ে যাচ্ছে। গতকাল মধ্যরাতে এ রকম কিছু ঘটবে বলে সূত্র মারফত খবর পেয়ে আগে থেকে পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নামে তিনি। দুষ্কৃতীরা যখন গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তখন পুলিশ তাদেরকে আত্মসমর্পণ করতে বললে তারা পালাতে শুরু করে। পুলিশ তখন তাদের আটকাতে গুলি চালাতে বাধ্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *