গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২২। বিদায়ী এক বছরে গোটা ভারত তথা বিশ্বে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২২-এর ফ্ল্যাশব্যাকে প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সংক্রান্ত কয়েকটি, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার …
ইটানগর, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : অরুণাচল প্রদেশে তুষারধসে চাপা পড়েছেন ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ান। ঘটনা রাজ্যের তাওয়াং ও পশ্চিম কামেং জেলার মধ্যবর্তী পাহাড়ি এক স্থানে সংঘটিত হয়েছে। সে সময় ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ানের টহলদারী এক দল যাচ্ছিল। দুর্ভাগ্যবশত তুষারধসে টহলদারী সেনাবাহিনীর গাড়ি সঙ্গে সাত জওয়ান নিখোঁজ হয়ে গেছেন।
গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : প্রকৃতির তাণ্ডবে বিধ্বস্ত উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্য। এর মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে অসম। বন্যা ও ভূমিধসের কবলে পড়ে ইতিমধ্যে বহু রেল ও সকড়পথের সেতু বিলীন হয়ে গেছে। নিখোঁজ শিশু সহ চারজন। এ পর্যন্ত রাজ্যের ২৬টি জেলা বন্যার কবলে পড়েছে। লামডিং-বদরপুর পাহাড় লাইনের প্রায় ৫০টি স্থানে পাহাড়ের মাটি ও পাথর খসে পড়ে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে ধসের কবলে পড়েছে একটি বসতবাড়ি। ওই বাড়ির এক বালক ও মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে। মেঘালয়ের ৬ নম্বর জাতীয় সড়কের সোনাপুর থেকে রাতাছড়া পর্যন্ত বিভিন্ন স্থানে ধস পড়ে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ।
গুয়াহাটি, ১৯ মে (হি.স.) : অসমে চলমান প্ৰলয়ঙ্করী বন্যা পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের আপামর ভুক্তভোগী জনতাকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, উদ্ধার অভিযান অব্যাহত রাখা এবং তাঁদের কাছে সর্বক্ষণ থাকতে মন্ত্রী বিধায়ক এবং আমলা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন।
গুয়াহাটি, ১৯ মে (হি.স.) : বরাক উপত্যকায় বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে বায়ুসেনার কার্গো বিমানে শিলচরে রাজ্যের নগরোন্নয়ন ও জলসেচ দফতরের মন্ত্রী অশোক সিংঘল।
শিলচর (অসম), ২০ জুন (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচর শহরে বন্যার তাণ্ডব। বিলপার, পাবলিক স্কুল রোড, রাঙিরখাড়ি-সোনাইরোড প্রভৃতি এলাকায় জলবন্দিদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী ও এনডিআরএফ।
গুয়াহাটি, ২১ মে (হি.স.) : অসমের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। প্লাবিত জেলার সংখ্যা বেড়ে হয়েছে ৩৩। এর মধ্যে ছয়টি জেলা ধস-প্রভাবিত। বানভাসি ৩,২৪৬টি গ্রামের ৮,৩৯,৬৯১ জন নাগরিক। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ১০০,৭৩২,৪৩ হেক্টর কৃষিক্ষেতের।
গুয়াহাটি, ১৪ জুন (হি.স.) : গুয়াহাটির পাহাড়-ধসে চার আবাসিকের মৃত্যু। নিহতদের কোকরাঝাড় জেলার বাসিন্দা মতিউর হক ও হাসানুর আলি, ধুবড়ি জেলার মানোয়ার হুসেন ও আমরুল হক। এঁরা সকলেই শ্রমজীবী ছিলেন।
শিলচর (অসম), ১৯ জুন (হি.স.) : লাগাতার তিন চারদিনের ভারী বর্ষণে কাছাড়-করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় ভূমিধস পড়ে মাটিচাপায় করুণ মৃত্যু ঘটেছে তিন শিশু, এক মহিলা সহ ছয়জনের।
কুরুং কুমে (অরুণাচল প্রদেশ), ৫ জুলাই (হি.স.) : কুরুং কুমে জেলার দামিন সার্কলের হুরি এলাকায় বিআরও-এর তত্ত্বাবধানে চলমান সড়ক ও সেতু নির্মাণের কাজে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৯ জন শ্রমিক।
কুরুং কুমে (অরুণাচল প্রদেশ), ২৫ জুলাই (হি.স.) : অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তবর্তী কুরুং কুমে জেলায় নিখোঁজ মোট দশজন শ্রমিককে জীবন্ত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের মধ্যে মৃতদেহ উদ্ধার হয়েছে তিনজনের।
ইটানগর, ৮ আগস্ট (হি.স.) : অরুণাচল প্রদেশের ইটানগর এবং নাহরলগুনে মেঘ ফেটে সৃষ্ট হড়কা বানের জলে ভেসে গেছে বহু বসতবাড়ি। এ ঘটনায় বছর ৩৮-এর তিন সম্তানের মা রিনা গোয়ালা (৩৮)-র মৃত্যু।
ইটানগর, ১২ অক্টোবর (হি.স.) : গত কয়দিনের অবিরাম বৃষ্টিপাতে দিবাং নদীর দ্বীপে আবদ্ধ পাওয়ার গ্রিড কর্পোরেশনের ৩১ জন শ্রমিক উদ্ধার।
ডিব্রুগড় (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : উজান অসমের ডিব্রুগড় জেলার মরান এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির ফলে ১৭,৯৪৭ জন প্ৰভাবিত হয়েছেন। বহু একর চাষের জমি ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।