কৈলাসহের পারিবারিক বিবাদের জেরে স্বামীকে কুপিয়ে খুন করল স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ স্ত্রীর হাতে স্বামী খুন৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কৈলাশহর থানার অধীনে পঞ্চম নগর আড়াইদুন ২ নং ওয়ার্ড এলাকায়৷ কৈলাশহর থানার অধীনে পঞ্চম নগর আড়াইদুন ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা দিলীপ দেববর্মা একজন দিনমজুর৷ উনার স্ত্রীর নাম দইমন্তী দেববর্মা৷ জানা যায়  উনার স্ত্রীর সাথে প্রায় সময়ই ঝামেলা লেগে থাকত৷ এমনকি দিলীপ দেববর্মার স্ত্রী দই মন্তি দেববর্মা উনার সঙ্গ ছেড়ে অন্য জায়গায় থাকত বলে জানা যায়৷  গতকাল গভীর রাতে দিলীপ দেববর্মার ঘরে আসে  দিলীপ দেববর্মার স্ত্রী দইমন্তী দেববর্মা৷  স্বামী স্ত্রীর মধ্যে কোন এক বিষয় নিয়ে ঝগড়া হয়৷ তখনই রাগের মাথায়  ধারাল অস্ত্র দিয়ে দিলীপ দেববর্মার গলায় আঘাত করে৷ এতে করে মাটিতে পড়েন দিলীপ দেববর্মা এবং ঘটনাস্থলে মৃত্যু ঘটে দিলীপ দেববর্মার৷ এলাকাবাসীরা খবর পাঠায় কৈলাশহর থানায়৷ ঘটনাস্থলা ছুটে যায় কৈলাশহর থানার  পুলিশ ও টিএসআর বাহিনী৷ অন্যদিকে দিলীপ দেববর্মা স্ত্রী দইমন্তী দেববর্মাকে আটক করে নিয়ে আসে কৈলাশহর মহিলা থানার পুলিশ৷ বর্তমানে কৈলাশহর মহিলা থানার হেফাজতে রয়েছে দইমন্তী দেববর্মা৷ পাশাপাশি দিলীপ দেববর্মার মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ বর্তমানে দিলীপ দেববর্মার মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷  ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়৷  ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *