নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার ভট্ট পুকুর পুকুরটি জবরদখলমুক্ত করে সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করবে রাজ্য সরকার৷ বুধবার সকালে এলাকা পরিদর্শন কালে এই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বুধবার সকালে ভট্ট পুকুর মর্ডান ক্লাব এলাকা পরিদর্শন করেছেন৷ পরিদর্শন কালে সফর সঙ্গী হিসেবে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব এবং স্থানীয় কর্পোরেটররা৷ এলাকা সফরকালে তিনি ভট্ট পুকুর পুকুরটি সরেজমিনে পরিদর্শন করেন৷ স্থানীয় একাংশের লোকজন পুকুরের একাংশ জবরদখল করে চলেছে৷ শুধু তাই নয়, ভট্টপুকুর পুকুরে মলমূত্রসহ নোংরা আবর্জনা প্রতিনিয়ত ফেলা হচ্ছে৷ এর ফলে ঐতিহ্য হারিয়ে ফেলেছে পুকুরটি৷ পুকুরটিকে জবরদখল মুক্ত করে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় মর্ডান ক্লাবের পক্ষ থেকে রাজ্য সরকার এবং পুর পরিষদের কাছে বারবার দাবি জানানো হয়৷ ক্লাবের কর্মকর্তাদের আহ্বানে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বুধবার সকালে মর্ডান ক্লাব এলাকা পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন৷ মর্ডান ক্লাবে স্থানীয় মানুষ জন এবং ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে তিনি এ বিষয় নিয়ে মতবিনিময় করেন৷ মুখ্যমন্ত্রী জানান স্থানীয় মানুষ জন সহযোগিতা করলে খুব শীঘ্রই ভট্ট পুকুর পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে এনে সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হবে৷ তিনি জানান বুলডোজার কিংবা গায়ের জোরে এসব কাজ করা যাবে না৷ একমাত্র স্থানীয় মানুষজন সহযোগিতা করলেই তা সম্ভব হবে৷
2022-12-28

