নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ বুধবার বনদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষিসামগ্রী বন্টন করা হয়৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুবিধাবীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ বুধবার উদয়পুর বনদপ্তর এর উদ্যোগে বেনিফিসারীদের প্রশিক্ষণ এবং এগ্রিকালচার সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উদয়পুর পুরাতন টাউন হলে৷ এইদিন এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী৷ মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এ ছাড়া ছিলেন বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা৷ এদিন এ অনুষ্ঠানে প্রায় ৮০ জন বেনিফিসারিদের মৌমাছি পালনের জন্য মৌমাছি বক্স, সেলাই মেশিন সহ ঋণ প্রদান করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বলেন বর্তমান সমাজে মানুষ প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে ব্যাপক হারে বন ধবংস করছে৷ আগামী প্রজন্মের জন্য অনেকটা অশুভ বলে দাবি করলেন তিনি৷ বনজ সম্পদ ধবংসের হাত থেকে রক্ষা করার জন্য তিনি সকলকে উদ্যোগী হতে আহ্বান জানান৷
2022-12-28