ডিএ বৃদ্ধি, কৈলাসহরে কর্মচারী সংঘের ধন্যবাদ র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷  সরকারি কর্মচারীদের জন্য ১২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করায়  টি আর কে এস এর  পক্ষ থেকে ঊনকোটি জেলার কৈলাসহরে ধন্যবাদ র্যালী সংঘটিত হয়৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য কর্মচারীদের ১২ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করার ঘোষণা দেওয়ায়  রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা রাজ্যের কর্মচারী সংঘ  টি আর কে এস এর  পক্ষ থেকে রাজ্যের প্রতিটি মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ র্যালী৷ এরই অঙ্গ হিসাবে  কৈলাশহর  মহকুমা কমিটির উদ্যোগে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এক ধন্যবাদ র্যালী অনুষ্ঠিত হয়৷  এই ধন্যবাদ র্যালিটি কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাশহর পুর পরিষদের সামনে এসে  সমাপ্তি ঘটে৷ এই ধন্যবাদ র্যালীতে  নেতৃত্ব দেন ঊনকোটি জেলার সহ-সভাপতি বিকাশ মালাকার৷ এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুন সাহা , কৈলাশহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত,  কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়৷