ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের  ৪৭তম প্রতিষ্ঠাতা দিবস  বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এদিন প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৭তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনে৷  ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের  ৪৭ তম প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন এই ব্যাংক রাজ্যের কল্যাণে দীর্ঘদিন ধরেই প্রশংসার সঙ্গে কাজ করে চলেছে৷ প্রতিষ্ঠা দিবসে গ্রামীণ ব্যাংকের অফিসার কর্মীসহ সকল স্তরের কর্মীদের তিনি অভিনন্দন জানান৷ উপ মুখ্যমন্ত্রী বলেন গ্রামীণ ব্যাংক রাজ্যের জনগণের কাছে এক গর্বের বিষয়৷ গ্রামীণ ব্যাংকের অগ্রমনের পথ আরো  সুদৃঢ় হবে  বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *