হাইলাকান্দি (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলার অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তে ফের তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। অসম-মিজোরাম সীমান্তবর্তী গল্লাছড়া গ্রামে মিজোদের জোর করে গাছ কাটাকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অসমের ভূমিতে এভাবে মিজো দুষ্কৃতকারীরা গাছ কাটা সহ নানা ভাবে উপদ্রব করে থাকে। ইংরেজি নববর্ষের আগে ফের মিজো দুষ্কৃতকারীরা আন্তঃরাজ্য সীমা পেরিয়ে অসম ভূখণ্ডে ঢুকে হাইলাকান্দি জেলার গল্লাছড়া গ্রামে অবাদে গাছ কাটছে। অবশ্য ইতিমধ্যেই হাইলাকান্দি বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। তবে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করার খবর পাওয়া গেছে।