হায়দরাবাদ, ২৭ ডিসেম্বর (হি.স.): নারী ক্ষমতায়নে বিশেষ জোর দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মেয়েদের শিক্ষার প্রসারে বাবা-মা ও সমাজের কাছে আহ্বান জানালেন তিনি। মঙ্গলবার হায়দরাবাদের কেশব মেমোরিয়াল এডুকেশন সোসাইটির ছাত্র এবং শিক্ষকদের উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের দক্ষতা বিকাশ এবং পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন রাষ্ট্রপতি।
হায়দরাবাদকে একটি প্রযুক্তিগত হাব উল্লেখ করে শিক্ষার্থীদের জ্ঞান এবং তাঁদের বিকাশ প্রসারিত করতে শহরের সংস্থানগুলি ব্যবহার করতে আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি আরও লক্ষ্য করেছেন, নতুন শিক্ষা ব্যবস্থা তরুণদের মধ্যে সৃজনশীল মনোভাবকে উৎসাহিত করে, যা অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও রাষ্ট্রপতি মতবিনিময় করেন। তিনি মূল্যবোধ শিক্ষা, সন্তোষজনক জীবনধারা এবং সাংস্কৃতিক শিকড় ও ঐতিহ্য রক্ষার ওপর জোর দেন।