হাইলাকান্দি (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : ইংরেজি নববর্ষের প্রাক্কালে হাইলাকান্দিতে পুলিশ অবৈধ পাচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। অভিযানে হাইলাকান্দি জেলার রামনাথপুর পুলিশের নাকা চেকিঙে বিপুল পরিমাণের বিদেশি মদ বাজেয়াপ্ত হয়েছে।
পুলিশ সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, ৯৫ কাৰ্টুন বিদেশি অবৈধভাবে পাচার করা হচ্ছিল। অবৈধ মদের কার্টুনগুলি পার্শ্ববর্তী মেঘালয় থেকে একটি সিমেন্ট-বোঝাই ট্রাকে করে মিজোরামে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। মাঝপথে হাইলাকান্দি জেলার রিমনাথপুর পুলিশ ফাঁড়ির নাকা চেকিঙে এএস ১১ ডিসি ৮১৬২ নম্বরের ১২ চাকার একটি ট্রাকে তালাশি চালিয়ে ৯৫ কাৰ্টুন মদ বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে ট্রাকের চালককেও আটক করেছে পুলিশ। ধৃত চালকের নাম শরিফ উদ্দিন লস্কর।
এদিকে হাইলাকান্দি পুলিশের ডিএসপি সুরজিত চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ব্যাপারে তদন্ত করছেন বলে জানা গেছে।