আবাস যোজনার কাজে গিয়ে শারীরিক হেনস্হা, উদ্বিগ্ন আশা ও আইসিডি এস কর্মীদের নিরাপত্তার দাবি

বাকুঁড়া, ২৭ ডিসেম্বর (হি. স.) : আবাস যোজনায় কাজ করতে গিয়ে হেনস্থার শিকার আইসি ডি এস ও আশা কর্মীরা।জেলা জুড়ে এই ঘটনায় উদ্বিগ্ন আইসি ডি এস ও আশা কর্মীরা নিরাপত্তা চেয়ে বিডিও র দারস্থ হন।মঙ্গলবার বড়জোড়ায় অঙ্গনওয়াড়ি এন্ড হেল্পার্স ইউনিয়ন এবং আশা কর্মী ইউনিয়নের উদ্যেগে নিরাপত্তা র দাবী তুলে মিছিল সহকারে বিডিও দফতরে হাজির হন তারা।জেলার ও রাজ্যের বিভিন্ন স্থানে আবাস যোজনার তালিকা যাচাই করতে গিয়ে হেনস্থা ও শারীরিক ভাবে নির্যাতনের শিকার হচ্ছে জানিয়ে ইউনিয়নের সম্পাদক চায়না কর্মকার বলেন আমাদের উপর এই কাজ জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে।আমাদের সরকারি কর্মী বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে না অথচ আবাস যোজনার মত সরকারি কাজ করানো হচ্ছে।পঞ্চায়েত এবং ব্লক অফিস থেকে তালিকা তৈরি করে তা যাচাই এর কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।এর ফলে আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।তালিকায় নাম থাকার পর তার নাম বাদ গেলে আমাদের দোষারোপ করা হচ্ছে, ক্ষিপ্ত জনসাধারন আমাদের দোষারোপ করছেন,কোথাও কোথাও হেনস্থা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।কাজ শুরুর সময়েই আমরা নিরাপত্তা চেয়েছিলাম, আশ্বাস ও দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের নিরাপত্তা নেই। তাই আগামীতে কোনও সরকারি কাজে আমাদের নিয়োজিত করা না হয় সেজন্য বিডিও সাহেবের কাছে আবেদন জানিয়েছি,এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছি। উল্লেখ্য গতকালই সকালে বাকুঁড়া সদর থানার কেঞ্জাকুড়া গ্ৰাম পঞ্চায়েতের জঙ্গা গ্ৰামে আশা কর্মীকে বাড়ি থেকে বের করে হেনস্থা করা হয়, শারীরিক নির্যাতনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।সদর কেন্দ্রের বিধায়ক নিলার্দ্রী দানা তাদের দেখতে হাসপাতালে যান।