হাইলাকান্দি (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। মৃত জওয়ানের নাম বিনয় নাথ বলে জানা গেছে।
ঘাড়মুড়ার জেকবপুরে নিজের বাড়িতে যাওয়ার সময় মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের খেতে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত জওয়ান ফার্স্ট এপিটিএফ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দির সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে পাঠিয়েছে।