বীর বাল দিবস পালন করলেন যোগী আদিত্যনাথ, মাথায় নিলেন পবিত্র গ্রন্থ

লখনউ, ২৬ ডিসেম্বর (হি.স.): “বীর বাল দিবস” পালন করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে লখনউতে নিজের সরকারি বাসভবনে “বীর বাল দিবস” পালন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মাথায় নিয়েছেন পবিত্র গ্রন্থ। সাহিবজাদা বাবা জোরাওয়ার সিং জি এবং সাহিবজাদা বাবা ফতেহ সিং জিকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যারা নিজেদের বিশ্বাস রক্ষা করার জন্য জীবন দিয়েছিলেন।

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘বীর বাল দিবসে’ শ্রী গুরু গোবিন্দ সিং জি মহারাজের সাহিবজাদের আত্মত্যাগের প্রতি বিনম্র প্রণাম! সাহিবজাদের পবিত্র আত্মত্যাগ আমাদের সকলকে যুগে যুগে দেশ ও ধর্ম রক্ষায় অনুপ্রাণিত করবে।