স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে প্রাইজমানি দাবা ৮ জানুয়ারি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ৮ জানুয়ারি। স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে। উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং ওই ক্লাবের হিরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে বিভিন্ন আসরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রাইজমানি দাবা প্রতিযোগিতা। ওই দিন ক্লাব প্রাঙ্গনে দুপুর ২টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের হবে খেলা।  আসরের সেরা দাবাড়ু প্রাইজমানি বাবদ পাবেন ২ হাজার টাকা। প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে দেওয়া হবে প্রাইজমানি। এছাড়া অনূর্ধ্ব-‌৯ এবং ১৩ বিভাগের ২ জন করে দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। প্রতিবছরই ওই আসরকে ঘিরে রাজ্যের দাবাড়ুদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিলো। এবারও একই চিত্র দেখা যাবে বলে আশা করছেন উদ্যোক্তারা। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৭ জানুয়ারির মধ্যে ৩০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে অনুরোধ করা হয়েছে উদ্যোক্তা ক্লাবের পক্ষ থেকে। নাম জমা দিতে হবে উদ্যোক্তা ক্লাবে বা রাজ্য দাবা সংস্থার অফিস বাড়িতে। সদর ছাড়া বিভিন্ন মহকুমার দাবাড়ুদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবে উদ্যোক্তারা। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *