শিমলা, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়ক জয়রাম ঠাকুরকে হিমাচল প্রদেশ বিধানসভার বিরোধী দলের নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছেন প্রোটেম স্পিকার চান্দের কুমার। বিধানসভা ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবারই জয়রাম ঠাকুরকে হিমাচল প্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
বিজেপির থেকে হিমাচল প্রদেশ এবার কেড়ে নিয়েছে কংগ্রেস, ৬৮ সদস্যের বিধানসভায় ৪০টি আসন জিতে বিজেপির কাছ থেকে হিমাচল প্রদেশ ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।২৫টি আসন জিতেছে বিজেপি এবং তিনটি নির্দলের কাছে গিয়েছে। ৬-বারের বিধায়ক জয়রাম ঠাকুর সর্বোচ্চ ব্যবধানে সিরাজ থেকে জিতেছেন।