করিমগঞ্জে লঙ্গাই নদীতে ভেসে উঠছে মাছ, আতংক শহরে

করিমগঞ্জ (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের লঙ্গাই নদীর জলে ভেসে উঠছে মাছ। সকাল থেকে মাছ ধরতে উৎসবের আকার নেয় গোটা নদীতে। নদীর জলে বিষ ঢেলে দেওয়ার সন্দেহ অনেকের। প্রতিবাদে নেমেছেন সচেতন নাগরিককুল।

রুই, কাতলা, বোয়াল সহ প্রচুর মাছ ধরার ধুম লেগেছিল গোটা দিন। তবে বিষ প্রয়োগ না-অন্য কোনও কারণে জলে ভেসে উঠছে মাছ তা পরিষ্কার ভাবে বোঝা যায়নি।

কোনও ধরনের কেমিক্যাল বা বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। নদীতে ভাসমান হাজার হাজার মাছ ধরা পড়ছে জেলেদের জালে। বোয়াল, কাতলা আইড় সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে গেছেন স্থানীয় মানুষ ও জেলেরা। অনেকে মাছ ধরতে ব্যস্ত, আবার অন্যদিকে সচেতন মহল এ নিয়ে আতঙ্কিত। এর কারণ, লঙ্গাই নদী থেকে করিমগঞ্জ শহরে সরবরাহ করা হয় পানীয় জলও। স্থানীয়দের অভিযোগ, বছরের শেষকালে লঙ্গাই নদীতে বিষ ছেড়ে দেওয়া হয় এবং এ বছরও এমনটাই করেছে দুষ্কৃতীরা। যার দরুন আতঙ্ক বিরাজ করছে লঙ্গাই এলাকা সহ গোটা করিমগঞ্জ শহরে। দাবি উঠছে দুষ্কৃতীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্ৰহণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *