ডিব্ৰুগড় (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : ডিব্ৰুগড় জেলার অন্তৰ্গত চাবুয়ায় জনৈক গৃহস্থের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে জীবন্ত মৃত্যু হয়েছে মা ও ছেলের। গতরাতে ঘটনাটি সংঘটিত হয়েছে উজান অসমের ডিব্রুগড় জেলাধীন চাবুয়ার পানিতোলার বেতিনি গ্রামে।। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। কিন্তু তাঁরা ২২ বছর বয়সি মা ও তাঁর এক বছরের শিশু পুত্রসন্তানকে জীবন্ত উদ্ধার করতে পারেনি।
প্রাপ্ত খবরে প্রকাশ, প্রতিদিনের মতো গতকাল রাতেও খাবার খেয়ে মা পুনম গোয়ালা তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু মধ্যরাতে তাদের বাড়িতে আগুন লেগে যায়। আগুনে তাঁর সম্পূর্ণ বাড়ি ভস্ম হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশের দল গিয়েছে। এখনও অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ধার করতে পারেনি পুলিশ।

