রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): আচমকা হাসপাতালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোমবার দুপুর ১২টা নাগাদ দিল্লির এইমসের বিশেষ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। তবে কেন্দ্রীয় মন্ত্রীর ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও সরকারি সূত্রে জানা গিয়েছে, রুটিন চেক আপের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি হয়েছিলেন।
শনিবার, নির্মলা সীতারামন চেন্নাইয়ের তামিলনাড়ু ডাঃ এমজিআর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম বার্ষিক সমাবর্তনে যোগ দিয়েছিলেন।সেখানে অর্থমন্ত্রী বলেন, তামিলনাড়ুতে চিকিৎসা শিক্ষা তামিল ভাষায় পড়ানো উচিত কারণ এটিকে শক্তিশালী করার একটি নির্দিষ্ট প্রয়োজন ছিল।