নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): দিল্লির ব্যস্ততম আইটিও ইন্টারসেকশনে আগুন ধরে গেল একটি গাড়িতে। সোমবার সকালে আচমকাই একটি গাড়িতে আগুন ধরে যায়, প্রাণ ভয়ে রাস্তার মাঝখানে গাড়িটি দাঁড় করিয়ে বেড়িয়ে পড়েন চালক। গাড়িতে মোট কতজন ছিলেন, তা জানা যায়নি। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের লেলিহান শিখায় গাড়িটি পুড়ে গিয়েছে।
গাড়িটিতে আগুন লাগা মাত্রই চারিদিক থেকে ঘিরে ফেলা হয়, খবর দেওয়া হয় দমকলে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও দমকল সূত্রের খবর, এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।