পশ্চিম মেদিনীপুরে কেক বিলি করে ভোটের প্রচার তৃণমূলের

মেদিনীপুর, ২৫ ডসেম্বর (হি.স.) : ২৫শে ডিসেম্বরকে সামনে রেখে আগামী পঞ্চায়েত ভোটের প্রচারে নামলেন তৃণমূল। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান নান্টু দোলুই তাঁর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কেক বিলি করে ভোট চেয়ে আসেন। এই ঘটনার কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি । বিজেপির পক্ষ থেকে বলা হয়, আজকে কেক বিলি করছেন কালকে কাটমানি চাইবেন ।

বড়দিনকে হাতিয়ার করে নিজের এলাকা রাধানগর গ্রামে আগামী পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান নান্টু দোলুই । ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে গতকাল রাতে তৃণমূলের প্রধান নান্টু দোলুই সান্তা ক্লজের পোশাক পরে হাতে কেক নিয়ে, কর্মী সমর্থকদের সাথে স্লোগান দিয়ে রাধানগর এলাকার লোকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে বড়দিনের কেক তুলে দিয়ে আগামী পঞ্চায়েত ভোটে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানালেন।

এদিকে এই ইস্যুতে বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি। আজকে কেক বিলি করছেন কালকে তাদের বাড়িতে গিয়ে আবাস যোজনার জন্য কাটমানি চাইবেন কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি।